এইচএসসি পরীক্ষা ২০২০ এর ফলাফল রিভিউ/চ্যালেঞ্জ আবেদন কীভাবে করবে
এইচএসসির ফলাফল রিভিউ আবেদন করা যাবে। কোনো শিক্ষার্থীর ফলাফল অসন্তুষ্ট আপত্তিকর হলে তা পর্যালোচনা বা ‘রিভিউ’ আবেদন করতে পারবেন।
শুধু মাত্র টেলিটক প্রিপেইড মোবাইল তেকে ফলাফল রিভিউ আবেদন করা যাবে। মোবাইলের Message অপশনে REV লিখে <space> দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর দিয়ে লিখে <space> দিয়ে Contact Number (যেকোন অপারেটরের নম্বর) দিয়ে SMS করুন 16222 নম্বরে।
REV<Space> Dha<Space>123456 লিখে SMS করুন 16222 নম্বরে ।
ফিরতি SMS এ PIN Number প্রদান করা হবে। তারপর Message অপশনে REV <Space> YES <Space> PIN Number <Space> Contact Number দিয়ে SMS করুন 16222 নম্বরে ।
উদাহরণঃ REV<Space> YES<Space> PIN Number<Space> লিখে SMS করুন 16222 নম্বরে ।
*শিক্ষার্থী প্রতি আবেদন ফি ১২৫/- (একশত পঁচিশ) টাকা।
কেউ সমস্যা মনে করলে আমাদের ফেসবুক পেইজে ম্যাসেজ করতে পারেন। আপনাদের কারও যদি টেলিটক সীম না থাকে তাহলে আমাদের সাহায্য নিতে পারেন, আমরা অতিরিক্ত কোন চার্জ ছাড়াই ফলাফল রিভিউ আবেদন করে দেই।
ফেসবুক পেইজ লিংকঃ